সভ্যতার চলমান চেনের ফাঁকে ফোকরে
আষ্টেপৃষ্ঠে কামড়ে বসে
কুচক্রী।
রাজনীতির প্যান্টের ভাঁজে ভাঁজে,
শাসকের রন্ধ্রে রন্ধ্রে
স্বাভাবিক পথ চলা ছেড়ে
কবে থেকে করছে তাঁবেদারি
সেখান থেকে জোঁকের মত
রসদ চোষে
আমৃত্যু।
সাধারনেরা আঙুল তুললে
কাঁচুমাচু মুখে
সেঁধে লাল নীল ছাতার তলে।
গল্পের ফাঁকে তারা লুকিয়ে যায়-
সাময়িক।
রক্ত চোষা চলতে থাকে
গোপনেও।
যেখানে যেরুপে গেলে সুবিধা পাওয়া যায়
এমনি মুখোশ
এদের পুটুলিতে- মিছি মিছি কর্ম ব্যস্ততা।
নিজে ভাল থাকার সার্টিফিকেট
আদায় করতে
ঢালে লক্ষ মানুষের ঘরে আগুন।
এদের  দাপটে
সভ্যতার গতি হয় ক্ষীণ -
আবেশিত হয়ে দেখি,
ক্রমে সে গতি থেমে যায়-
আমরা ঘুরতে থাকি বিপরীতে
দাও ফিরে সেই আদিমতা:
শহরহীন, গ্রামহীন, শোষনহীন,
জংগল, অন্ধকার, শীতলতা।
প্রত্যেকেই বাঁচো
নিজের নিজের মাংশপেশির জোরে।