ঝমঝম তালে ছাদে ♦ বৃষ্টি চলছে নাদে
চোখ খুলে চুপিচুপি ♦ দেখি আকাশটা কাঁদে।
অঝোরে ঝরছে বারি ♦ ফিনফিনে জল তারই
ঢুকছে জানলা গলে ♦ জলে থৈথৈ স্কুলবাড়ি।
কী মজা! হবে না স্কুল ♦ এ বাদল তার মূল
দেহ স্থির আর মন♦ খুশিতে হুলুস্থুল।
দিদি বলে, 'ওঠ ভাই ♦ মুখ ধো, চা খাবি, আয়'
চোখ খুলে দেখি, "ও মা! ♦মেঘেরা গেল কোথায়? "
বৃষ্টিও গেছে ধরে ♦ বাবা চেঁচালেন জোরে,
ধড়মড়িয়ে উঠেই ♦ চা খেলাম ব্রাশ করে।
কোন রা ছিল না মুখে ♦ বিরক্তি সারা বুকে,
"মেঘ, বদমাশি করে ♦ দিলি  তু নিজেকে  রুখে!
আর কিছুক্ষন হলে  ♦ মরতিস নাকি জ্বলে?
সব কিছু মাটি করে ♦ থামিয়ে তু গেলি চলে,
কথাটা মনে রাখিস ♦ সাবধানে তু থাকিস
রকেট ঘুরিয়ে তোকে ♦ করে দেব পিস পিস
বড় তো হতে দে আগে ♦ রক্ত ফুটছে রাগে...."
বাবা ধমকায়, 'আরে, ♦ পথ দেখে চল আগে।'