তিন খোপের সে, আঁধার তাড়ায়,
কি যন্ত্র যা চলে ব্যাটারি ছাড়াই?


শেষটা বাদ দিলে প্রতি ঘরে রয়,
রোগ ঘটাতে পারে, মনে আনে ভয়।
ছোট প্রানী তবু সে ভীষন জ্বালায়,
ধোঁয়া দিলে ছুটে সে তফাতে পালায়।


বনে তার দেখা মেলে প্রথম গেলে,
তার কিছু পাবেন ভোজসভা এলে,
হাত ঘঁষে যাবেন, খাবেন না তারে,
ভাবুন, এসব ধাঁধা ছোটোও পারে।


মাঝেরটা চলে গেলে নাকে দি হাত
দেহ থেকে না নামলে নির্ঘুম রাত
গরুরটা যত্নে হেঁসেলেতে রাখি
মানুষের?  দূরে থাক। দেখে কেবা, ছি!


বি. দ্র.
ভারতীয় সময় 8 p.m. এর পর উত্তর দেওয়া হবে।
দেখা যাক, কতজন সঠিক উত্তর দেন।