তুমি, এসো না কাছে এখন,
এটাই আমার চরমভাবে বলা।
এই টান,
এই ভালবাসা,
এই, মাসে দু'চারটি দেখা,
অটুট থাক
আগামীর সব দিনগুলিতে।
তুমি, কাছে আসার কথা ভাবলেই
হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল
কেঁপে কেঁপে ওঠে;
আর বুকে দুরুদুরু।
কথা বলার তন্ত্রী আড়ষ্ট হয়ে ওঠে;
দু'হাত দূরত্ব যেতে দু'চার মাস কেটে যায়।
প্রদীপের থেকে নির্দিষ্ট দূরেই
থাকতে দাও:
তাতেই আমার বাঁচা।
হাতছানি দিয়ো--
আমার চোখগুলি অন্ধ হবার পরে;
'ওগো' বলে ডেকো--
আমার কান অসার হবার পরে ;
স্পর্শ কোরো--
ত্বকগুলি নিষ্প্রাণ হলে;
চির-চেনা সুবাসি কেশ--
দূর রাখো:
কারন, এখনো আমার নাক সক্রিয়।
এসবগুলো একে একে জবাব দিলে
না হয় কাছে এসো--
একটুক্ষণ তোমার কোলে
মাথাটি তুলো নিয়ো।
নিবির বিশ্রাম--
কি কোমল শান্তি সে ছবিতে!!
তোমার শুষ্ক ঠোঁটে সেদিন
আমার কপালে এঁকে দিয়ো
শেষ চিহ্ন।
সে ছবির আশায়
দিব্যি খুঁড়িয়ে যেতে পারব
শেষ মাইল ফলকের দিকে।