খোদা ভগবান
করিছেন দান
পাঠাইয়া জীবে
ধরাধামে প্রাণ।


তারা হেথা আসি
নিজ কাজে ফাসি
কাটাইছে কাল;
নাহি ভালবাসি।


হানাহানি, খুন
দেখি নিদারুন,
সৃষ্টা লভিছে
দুখ সকরুণ।


স্বার্থ, দ্বন্দ্ব
পরমানন্দ
বুঝিয়া কাটিছে
হইয়া অন্ধ।


খেলার বিরামে
শুধু কিছু থামে,
ধাবিত আবার
দক্ষিণ বামে।