অবোধ জানিয়া
অশ্রু মুছিয়া
          তব গৃহে লও প্রভু।
আলো, তাপ, জল
শুষিয়া সবল
                হইয়াও  দুষেছি কভু।।
ক্ষমা করো মোরে
ছিনু মোহ ঘরে
                বুঝি নাই তব বাণী।
মাফ দিয়া পাপ
দিলে দাও শাপ
                বলি জোর করে পাণি।।
চলিবার ভুলে
গিয়াছিনু দুলে
              পার্থিব লালসায়।
ছিঁড়িয়া কাটিয়া
নিজেকে বাঁটিয়া
                  আদ্য সে মৃতপ্রায়।।
শোণিতের ধারা
আজ স্রোতহারা
                    ধাবিত নিম্নমুখে।
তাই বোধ হয়
ওপারের ভয়
                বাজিছে ভগ্ন বুকে।।
সে তাগিদ লাগি
আজ ক্ষমা মাগি
               স্মরিতেছি তব নাম।
হয় নাই শিখা
ভুলি অহমিকা
                জীবনে আসিছে শাম।।
মিটাইতে ক্ষুধা
কলসের সুধা
               হানিয়াছে প্রিয়-বর্গ।
তব লাগি নাই
কলসখানায়
                     কণামাত্র অর্ঘ্য।।
আঁধার নামিবে
চলন থামিবে
                  দেহ যন্ত্রের সব।
কাটি বাঁধা-ডোর
করিবে বি-জোর
                   দেহখানা হবে শব।।