আমি হতে চাই গর্বের সাথে, সেসব দেশের প্রজা,
যেখানে ভুলকে ভুল বলা হয়, আর সোজাটাকে সোজা।
শাসকের ফোনে প্রমাণ লোপাট,  ঢাকা পরে তার থাবা,
নির্যাতনের কান্না লুকায় অসহায় মুখে বাবা।
প্রশাসন চুপ বাবার দাপটে, বাবাকে থামায় নানা,
এভাবে চলছে হাত ধরাধরি, নেই কি কিছুই জানা?
পাউরুটি চোর জেলে পচে মরে আইনের ধারা মেনে
শান্তি ধ্বংস করে যারা তারা টাকা দিয়ে মাফ কেনে।
ধিক্কার দিই যে দেশ এমন গদিতে আসিন রাজা
আঁতে ঘা লাগল? দিয়ে যাও তবে মনের মতন সাজা।
কেশ তো তোমরা পছন্দসই বসাও আপন খুশ
এক হাতে ধর শ্যালারির টাকা আর এত হাতে ঘুঁষ।
সমান্তরাল দু'দাগ রেখায় চলছে দেশের কাজ,
'সমানাধিকার ' খাতার পাতায়; আসলে লুটতরাজ।
একটা রেখায় এসে মিলে গেছে সকল ক্ষমতাবান,
অপর লাইনে ন্যায়-হারা সব কোনমতে টেকা-জান।
বিতরন যদি ন্যায় পথে হয় দাড়াব লাইন শেষে,
সাধারন লোক সাধারনভাবে বাঁচবে তাহলে হেসে।
কিন্তু আখেরে হয় না সেসব, সব দিকে জালিয়াতি,
মাকড়সাদের মতন শিকারি ঘুরে চলে দিন-রাতি।
জিনিসের দাম যত বেড়ে যাক,  মাথা ব্যাথা নেই তার,
অন্যায়ভাবে ইনকাম বাড়ে, স্বচ্ছল পরিবার।
তোমাদের ছেলে যাবে ভাল স্কুলে, মোদের ফ্রি  প্রাইমারী,
আমরা পরব চাকার তলায়, তোমরা চালাবে গাড়ি।