ফুটো নৌকোগুলি ভেসে বেড়ায় লক্ষ কোটির ভীড়ে।,
মাঝির অলক্ষ্যে জল ঢুকে চলে তাতে।
উত্থান পতনগুলি
সংখ্যাগুলিতে খুব একটা প্রভাব ফেলে না।
যাঁর চোখে সব নৌকা ভাসে
সেখানে এগুলি শুধুই চলমান বিন্দু,  
ডুববে জেনেও কিছটাুতে গড়ে উঠে দাপুটে ইমারত,
কখন অতর্কিতে অদৃশ্য হয়ে যায়
তিনি বিশেষ খেয়াল রাখেন না।
শুধু শব্দহীন একটু হাসির রেখা
দেখা দিয়েই মিলিয়ে যায়।
তিনি চেয়ে থাকেন
গতিবিধির দিকে
সীমাহীন.....