সুদৃশ্য ফুলদানীর জৌলুষ কেড়ে নেয়  গোলাপকে, প্রতি যুগে।
বাঁশ কাঠের প্রাকৃতিক আধার নানা কৃপণতায়  অশেষ  ভুগে।
বাজারী হিসেবে সস্তা বলে পরে থাকে গণ্ডির বাইরে, মাখে ঝুল
সুদৃশ্য ফুলদানী শরীর চোষে,  কাঠের আধারে অধরা ঈপ্সিত ফুল
তবে সুগন্ধ ছরায়, দূরে যেতে যেতে তার ঘনত্ব কমে,
এ কেমন যাদু যে  আধারে দূর হলেও প্রেমটা জমে।