যত পারা যায় ফোলাই বেলুন
'অধিকার' পেতে ভাই,
বায়ু বের করে নিজেকে লুকাই
মুখোমুখি এলে 'দায়'।
একটি 'ভালো'র হাজার জেরক্স
ঢাকের মতন বাজে,
হায় রে মানব! কি ধাতুতে গড়া
মেতেছ এহেন কাজে।
মহান যে জন, কোন সুখ পেতে
'ভালো'কে লুকায় যেচে,
আমাদের মন কালো বলে বুঝি
বাইরেটা রাখি কেচে।
জ্ঞানীদের মত সুখের খবর
সাধারন পেত যদি,
ফুলকে বিলিয়ে বাকিটা রাখত
সুখি হতে নিরবধি।