দড়ি ও দাড়ির
বাড়ি ও হাঁড়ির
খেলায় মত্ত হয়ে।
উপাসনা ঘর
আপনাকে পর
করে যাচ্ছ ক্ষয়ে।।


'আমি বড় জন
তুমি দুর্জন '
এটাতে আমল দিলে।
তোমাতেই গড়া
মূর্খের ধরা
তোমাকে ফেলবে গিলে।।


কেউ বড় নয়
কেউ ছোট নয়
সবেতেই সব লীন।
এসো ভাই সব
ছেড়ে বৃথা রব
আনি শান্তির দিন।।