মুখে নাই রাখ -ঢাক
কষ্ট পেলে তা পাক
কত মন পুড়ে খাক
কথা শুনে তার।
ঘুম ঘোরে নাক ডাকে
পাড়াময় চেনে তাকে
এক, তিনি কোটি লাখে
'বোধহীন ষাঁড়'।।


কথা বলি সাবধানে
তার গলা এলে কানে
বাম থেকে যাই ডানে
নিজেকে লুকাতে।
কথায় তর্ক করা
অকারনে কাটে ছড়া
বদ কথা মনে ভরা
সদাই মাথাতে।।