তুমি,  সাথে আছো তো?
নাইবা হল গায়ে গা ঠেকাঠেকি
নাইবা এল পাশাপাশি থালা
তোমার হাতের দোলানো বাতাস
খুঁটিতে হেলান দিয়ে সুদূর অপেক্ষা
না হোক
তবু-
তুমি, সাথে আছো তো?
নাইবা হল মাঝরাতে লোডশেডিং
ঘুটঘুটে আঁধারে চার হাতে আলো খোঁজা
নাইবা দেখলাম শঙ্কিত আঁখি জোরা
না হোক
তবু-
তুমি, সাথে আছো তো?
নাইবা এলে স্নান-ভেজা এলোচুলে
নাইবা দেখালে ত্রস্ত হয়ে ঘরে ফেরা
নাইবা দেখলাম বিড়াল তাড়ানো ছুট
না হোক
তবু-
তুমি, সাথে আছো তো?
যেদিন তুমি দাবীহীন হয়ে যাবে
লক্ষ পাখি হয়ে উড়ে এসো কাছে
শিতল ছায়ার গাছ হয়ে যদি থাকি
বাসা বানাবার কোটি ফোকর পাবে তুমি
যা ক্ষয়বার, ক্ষয়ে যাক বাঁধা -স্রোতে
আমার জন্য?
না থাক ওসব
তবু-
তুমি, সাথে আছো তো?