প্রথম প্রেম মানে-
কাগজে প্রথম পেনসিলে দাগ টানা-
কালি মুছলেও ছাপ থেকে যায় জানা,
বাধ সাধে মানে।


প্রেম এলে পায়-
নব পল্লব ধীর বাতাসের দোল,
পিয়ে সুধারস পাল্টায় ভোল,
খুশি সে বেজায়!


প্রেম এলে শিখি-
মিলন বিরহ খুব কাছাকাছি চলে,
মিলনের মত বিরহেও দীপ জ্বলে,
তবে ধিকিধিকি।


প্রেম দেয় স্বাদ
রহস্য কথা প্রথম জানার টান
যা জানতে উত্তাল মন প্রাণ,
তারপরে বাদ।


প্রেম এলে নদী
চির সুখি হবে, হানুক আঘাত বাঁকে,
মলম সে ব্যাথা হবে কভু জল কাঁখে
নেয় প্রিয়া যদি।


প্রেম এলে পথ-
হওয়াতে  সুখ, দূরে সে থাক বা সাথে
বুক-তলে আশ, কভু তো নামবে তাতে
প্রিয় বাহী রথ।


প্রেমকে জরালে-
শেকড়ের জল পুরোটা বিলাও ফুলে,
হেসে ভুলে থাক, তুমি ছিলে তার মূলে
সুবাস ছড়ালে।


প্রেম এলে মালী-
আড়ালে যতনে যা সে করে বলবান;
ভরাট আদর করা শুধু রাতখান,
সকালে সে খালি।


প্রেম এলে ফেলা-
কাগজী কুসুম গন্ধের বেশ ধরে
নিখিল বিশ্ব ধরা দেয় ফুটো ঘরে
তাতে সুখ মেলা।