সত্য কথা বলব বলে হয়েছে সভা ডাকা
সবার আগে মিথ্যা এল, সত্যের সিট  ফাঁকা।
সত্যের দল ঢুকবে কোথা, মিথ্যার দল ভারি!
সত্য চলে পায়ের বলে,  মিথ্যা চরে গাড়ি।
সভার ঘরে নানান মুখো মিথ্যা হল জরো,
দাপুটে গলা মিথ্যা হাঁকে, " সভাটা শুরু করো"
চেঁচিয়ে বলি, " আরো যে আছে আসার মত লোক"
ষন্ডামত অসুর দেখে নিচ্ছি গলে ঢোক।
কিসব যেন বলার ছিল, হৃদয়ে ছিল পোঁতা?
'মিথ্যা শ্রোতা' সভায় যেথা, সত্য বাঁচে কোথা?
তাদের ভয়ে সিঁটিয়ে থাকি, জ্বালিয়ে দেবে চিতা,
লড়াই বিনে বিজয় পেলে মন্দ আছে কি তা?
এড়িয়ে কথা আমিও বলি সভার ঘরে বসি,
'আমি'র দলে মন্ত্রী নেতা পিওন জজ  ওসি।
সত্য যবে সভায় ঢোকে, বিদায় কথা ভাসে,
মিথ্যার হাত এখন বড়, সত্যের আগে আসে।