এ কেমন স্বাধীনতা?
স্বার্থের জালে জরিয়ে করছি দিনরাত অধীনতা।
এ কোন মুক্তি ভাই?
সব কাজে নিজ সুবিধার আশে অন্যায়ে দিই সায়।
এ কোন মুক্তি কথা?
চোখের সামনে শুধু সম্পদ বাড়ানোর লোলুপতা।
কি দিন আনতে গিয়ে
ফাঁসির মঞ্চে কত বীর দল কিবা পেল প্রাণ দিয়ে?
অনাথা, কি হবে তোর?
রাজপথে দিনে লুটে যায় নারী কৈ স্বাধীনতার জোর!
এ কি তবে পরাধীন?
'স্বাধীন স্বাধীন' ঢাক ঢোল বাজে আসলে তা অর্থহীন।
লড়ে যাও, ডান বাম
ইঁটগুলি যদি ঘুনধরা কর বাড়ি হবে কি সুঠাম?
স্বাধীন ভারতবাসী?
উঁকি দিয়ে দেখ কোন হালে আছে সাধু জন থেকে চাষি।
নামের স্বাধীন শুধু-
কাগজে কলমে 'স্বাধীনতা বাবু' বাস্তবে মরু ধূ ধূ।



# ভারতীয় স্বাধীনতার ৬৮তম বর্ষে বর্তমান পটভুমিকার কি খতিয়ান তা ঝিম ধরা ভারতবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।