যাঁদের রক্তে ধোয়া হয়েছিল পরাধীনতার গ্লানি
দাদু, দিদিভাই,  তাদের জীবন সত্যি কতটা জানি?
আগামীতে শিশু আরো ভুলে যাবে বীর শহীদের ভাষা,
"স্বাধীনতা মানে ছুটির দিবস, স্কুলে শুধু শুধু আসা"
ক্লাস নয় কোনো, পতাকাটা তুলে, চকলেট দিতে দেড়ি;
ঘড়ি দেখাদেখি স্যার ম্যাডামের, আজো কাজ সকলেরই?
একটা ঘন্টা কোনমতে থেকে উসখুস যায় লেগে,
অনেকে 'আসছি' বলে চলে যায়, কেউ চুপিসারে ভেগে।
ধোঁয়াশার মত স্কুল ফাঁকা হয়, এইভাবে হয় শেষ,
এভাবে চললে, আর কি কখনো  বীরদের পাবে দেশ?
তাঁদের জীবন কিসে বাঁধা ছিল, কেন ছিল দেশে টান?
কি সুখের লাগি, মৃত্যুর পথে হেটে হেসে দিল প্রাণ?
বড় হলে তোরা জানতে পারবি- অবশ্যি যদি চাস-
তাঁরা স্যারেদের কাছে পেয়েছেন 'দেশপ্রেম নির্যাস'।
জাগানোর দায় নিয়েছেন যাঁরা তাঁরাই এড়িয়ে গেলে,
ডাক্তার বিনে রোগীর অসুখে সুরাহা কোথায় মেলে?
শিক্ষকদের কাজ শুধু নয় নম্বর তোলা পড়া,
আজকে যে শিশু, আগামিতে তাকে, আদর্শ মানুষ গড়া।
'স্বাধীনতা দিন' মানে শুধু নয়,পতাকার উত্তোলন,
কেক, চকলেট পাবার লোভে ভেজানো শিশুর মন।
স্বাধীনতা মানে : মনেতে জাগানো, শহীদের প্রেমগান,
তাদের আদর্শ শিশুতে জাগিয়ে দেশ করা বলবান।
আগামীর দিন ফুলে ভরে দিতে আলস্য আজ ছাড়ো,
এ দেশ তোমার, দেশকে বাঁচাতে, কাজ কর যত পারো।
দাদা দিদি, চল, আমাদের ছাদে পতাকাটা তুলে আসি,
লোক দেখানো না, অন্তর থেকে, বলো, "দেশ, ভালবাসি।"


জংগীপুর, মুর্শিদাবাদ
১৫ই আগষ্ট, ২০১৫


'জয় হিন্দ'
♥♥ ভারত মায়ের জয় ♥♥