ভেতরে খুব বিষের জ্বালা
বাইরে ভাল বলি,
শ্রোতার কানে সুখের ছোঁয়া
লাগিয়ে পথ চলি।
কারন, কাল আমারো কাজে
লাগতে পারে তাকে,
সমঝে তাই চলতে থাকি
চলার ফাঁকে ফাঁকে।
হাসির রস ঝরিয়ে মুখে
সুনাম করে যাই,
বোঝে তা সেও, শ্রোতার মত
বক্তাও ভাবে তাই।
ক্ষমার ভাব উধাও আজ
সবাই বুঝে মিশে,
সে জন যদি অধম হয়
আমিবা ভাল কিসে?