কিসের ধর্ম কিসের জাতি
কিসের সমাজপতি?
এসব নিয়ে বিবাদ করে
করছ নিজের ক্ষতি।
তোমার ধর্ম আমার ধর্ম
সকলই রয়বে পড়ে,
মরার পরে শ্মশানে যাবে
কেউবা ঢুকবে গোরে।
জাতির বাধা ধর্ম বেড়ি
আঘাত হানছে দেশে,
উন্নয়ন যা হচ্ছিল তাও
থমকে রয়বে শেষে।
বনের মাঝে বসতি কালে
আদিম কালের দিনে
আলাদা করে জাতি ও ধর্ম
কারা নিয়েছিলে চিনে?
শিখেছ ভাষা, জেনেছ লাজ,
ঢেকেছ পোশাক-জালে,
সুস্থ দেশ ব্যাস্ত করে
বেঁচেছে কে কোন কালে?
ব্যাথায় শুরু ব্যাথায় শেষ
মাঝেতে বিলাও সুখ,
ধর্মকে ছেড়ে কর্মকে বড়ো
করলে ঘুচবে দুখ।