আমি    চাইনি হতে টগবগিয়ে ঘোড়া ছোটানো রাজা,
আমি    চাইনি লিখি নিজের হাতে অপরাধির সাজা।
আমি     চাইনি নিতে আমার ঘরে জৌলুশ ভরা সাজ,
আমি    চাইনি সুখ ছিনিয়ে নেব  না করে কোন কাজ।
আমি    চাইনি সব আমার হোক জনতা শুয়ে থাক,
আমি    পেয়েছি কিছু? সরল ভাষা সব তো পুড়ে খাক।
আমি    মশাল হাতে খুঁজব রাতে আমার দাবিখানা,
আমি    সদর দিয়ে ঢুকব; দেব, তোমার সুখে হানা।
তুমি    দশের দানা গুছিয়ে সব নিজের করে নিলে,
তুমি   এগিয়ে দিলে মৃত্যু পথে মোদের তিলে তিলে।
তুমি   সজাগ থাকো, বুটের তলে রাখলে তুমি যাকে,
আজ  সেসব মুখ তুলবে মাথা, ঠেকাবে কাকে কাকে?
তারা   মৃত্যু দেখে ফিরেছে সবে, মরবে নাকো আর,
আর   তাদের সাথে চাতুরি ছল করে পাবে না পাড়।