ঝান্ডা উড়ে মিছিল ঘুরে বাজার পথে ঘাটে
কলেজে স্কুলে ঝান্ডা ঝুলে দাদারা তাতে খাটে।
বন্ধ কেন?  ধোঁয়াশা যেন, দাপট মাথা চাড়ে
এ পোড়া দেশে বন্ধের বেশে অশান্তি শুধু বাড়ে।
ছোট বা বড় বিষয় জরো করেন ঘুরে ঘুরে
শ্লোগান উঠে দাঙ্গা ছুটে  কুটির যায় পুড়ে।
গায়ের জোরে বন্ধ করে কি লাভ হয় ভাই?
ঝুললে তালা পেটের জ্বালা ক'জন ভুলে যায়?