মাঝরাতে গলা ভাঁজে শশধর পান্না
ভোরবেলা শুরু তার হোস্টেলে রান্না।
গরু ধুতে গিয়ে দেয় কলতলে ধর্না
বকা খায় নিয়মিত তার মেয়ে পর্ণা।
শশধর রোজ সাঁঝে স্নান ছাড়া খান না
বউ তার দুখে জ্বলে জুরে মরা কান্না।
শশধর জেদি খুব এক তিনি লক্ষ্যে
নিয়ম ভাঙলে তার পাবে না কো রক্ষে।
খেতে হবে একসাথে সবকিছু চটকে
রাখা যাবে না তো কিছু থালাটায় লটকে।
তার কাছে করা চায় সব কাজ সামলে
কনুয়ের গুঁতো দেয় খেতে বসে থামলে।
তার দাদু খেতে বসে দিয়েছিল প্রাণটা
আর নয় সেই ভুল ধরেছে সে কানটা।