তিন মাতালে সাত সকালে
রঙিন নেশায় চুর,
নানা কথায় কথা ছড়ায়
জ্ঞানী মহা ভরপুর।
'এক' জানায়, "আমি চা খাই
সাথে সাথে কাপ থেকে।"
হাসে 'দ্বিতীয়' আর 'তৃতীয়'
মুখটাকে রাখে বেঁকে।
হাসে যে,  বলে, "তুই তাহলে
মুখ দিস মরা চা'য়?
আমি তো ভাই হাত লাগাই
গরম কেটলি গা'য়,
আহ! কি দারুন গরম খুন
কেটলিতে দিয়ে মুখ,
ঢকঢকিয়ে দিই সাঁটিয়ে
কলিজায় পাই সুখ।"
বাকি যে আছে হাসে ও নাচে;
বাকিরা তাকায় খালি,
নাচ কমিয়ে দেয় জমিয়ে
দিয়ে হাতে হাততালি।
"সে কি চা, বল! সে তো রে জল!
চা কি খাই আমি শুন,
যদি চা খাস বাড়িতে যাস;
আগে জ্বালাই আগুন,
সব গুছিয়ে মুখে ঢুকিয়ে
আগুনেই পরি ঝুঁকে,
যেই চা হয় দেড়িও নয়
বুঝতে পারি তা শুঁকে।
এক নাগাড়ে গিলি চা'টারে
কি সুখ পাই রে ভাই!
তোরা যা খাস তাতে কি পাস?
তাতে তো শান্তি নাই!"