কেউ বলে বেঁচে সুখ
কেউ বলে খেয়ে,
কেউ বলে নেচে সুখ
কেউ বলে গেয়ে।
কেউ বলে ঘুরে সুখ
কেউ বলে শুয়ে,
কেউ বলে ঘ্রাণে সুখ
বেলী চাঁপা জুঁয়ে।
কেউ পায় নিয়ে সুখ
কেউ পায় দিয়ে,
কেউ বলে সুখী হব
যদি হয় বিয়ে।
কেউ বলে সুখ যায়
বিয়ে হলে পরে,
সুখ সুখ করে তবে
লোকে কেন ম'রে?
কতজনে শুধালাম
"সুখ কিসে হয়?"
নানা মুনি নানা ক'ন,
শুনে লাগে ভয়।
ভোরবেলা ঘটি হাতে
দেখি এক জন,
মনে হল কিছু করে
ত্যাগিছে সে বন।
মুখে তার স্মিত হাসি
গায়ছেন গান,
বলি, "দাদা,সুখ কিসে?
প্লিজ বলে জান।"
একগাল হেসে তিনি
বললেন, ' শোনো
সবথেকে সুখ যদি
থাকে দাদা কোনো,
তবে এক কাজে সুখ
পাবে নিশ্চয়,
ভোরের কাজটা যদি
পেট ঝেড়ে হয়।'