রবি বাদে রোজ দিন
বসে মেলা স্কুলে
কেউ ছুটে আসে, কেউ
আসে হেলেদুলে।
বাবা নয় মা'রা শুধু
এই মেলা গ'ড়ে
বাবা বুঝি বিছানায়
পরে শোয় ঘরে।
ছেলেমেয়ে যেন বগি
ইঞ্জিন মা'রা,
কোনভাবে তার কাছে
পাবে না কো ছাড়া।
ঘরে যা যা আছে তার
সেরা পোশাকেতে
সেজে আসে মা'রা স্কুলে
আলোচনা পেতে।
ব্যাগে থাকে লিপস্টিক,
পাউডার পাফ,
সুযোগটা হাতে পেলে
মুখ হয় সাফ।
সবে সব হারানোর
নেশা মুখে চোখে,
মা'দের এ মতিগতি
দেখে হাসে লোকে।
ছেলেদের কচি মুখ
আওড়ায় ছড়া,
স্কুল গেটে 'বেশি বলা'
মা'র লেখাপড়া।
ভাগ্যিস ছেলেমেয়ে
স্কুলে যায় বলে,
এত বেশি সাজগোজ
হতনা তাহলে।