মাপকাঠি কমে বাড়ে
বদলায় কালে,
কি বদল এল ভাই
মানুষের,  হালে!
শিক্ষার দায়ভার
যাঁর হাতে ছিল
ছাত্ররা পিটে তাঁকে
দেয় চড় কিলও।
শুধরাতে এসে যাঁরা
অবহেলা পান,
খোলশের মাঝে তাঁরা
ঢুকে চুপে যান।
অন্যায় দেখে দেখে
সয়ে যান সব,
ন্যায় ধ্বজা হাতে নিলে
হতে হবে শব।
স্কুলে এসে বিড়ি ফুঁকো
মোবাইল ঘাঁটো
স্কুলে ক্লাস ফাঁকি দিয়ে
সিনেমায় হাটো।
নেই আর দরকার
মানুষ বানানো,
তোমরাও ছোট নও
অনেক তো জানো।
তবু নিজ পায়ে নিজ
কুঠারকে মেরে
চলো, তাই দিন দিন
ঘা'টা যায় বেড়ে।
নকল ধরলে আসে
হুমকির ঝাঁক
"লাশ করে ফেলে দেব
পথে পেলে ফাঁক! "
তাই, দেশে বহু কল
আজ জলহীন
কোথাও বা জল পড়ে
তবু সেটা ক্ষীণ।
আগামিতে সে আশাও
রসাতলে যাবে,
ভাবুন তো, সুধীজন,
'আগামি' কি পাবে?
'ন্যায়নীতি' চলে গিয়ে
'জোর-নীতি' এলে
পৃথিবীটা ঢুকে যাবে
"আঁধারের" জেলে।


# কিছু ভুলে বলে থাকলে ক্ষমা করবেন, শিক্ষকদের অসম্মান করার চেষ্টা করা হয়নি এখানে।