সব আগে চোখে পড়ে
চোখ-ধরা পোশাকের দোল,
সে তো বাইরের দান
নিজ বলে কর ভান,
তাতে ঢুকে পাল্টাও ভোল।
নিজস্বতা কোথায়?
***
আরো কাছে, শুনি বাক,
বলো, পরের শেখানো বুলি
সে তো বাইরের খাদ,
নিজ বলে নাও স্বাদ
বলে যাও অঙ্গখানি দুলি।
নিজস্বতা কোথায়?
***
আরো কাছে, পাই বাস
বোতল বন্দী মাদকতা,
পেলে, কেনার ক্ষমতা ব'লে
এতে, আমার মন না গ'লে
এও তো দেখছি এক স্তাবকতা।
নিজস্বতা কোথায়?
***
বাইরের সব রেখে
ঢুকো ঘরে, এসো তোমার মতন,
সব ক্ষণ থেমে যাক
মৃত : চোক, কান, নাক;
এতে পারলে কোরো যতন।
নিজস্বতা হেথায়।