বাজারে এখন দারুন আগুন লোকজন কম যায়,
কারন, অনেক জমি ডুবে গেছে রাক্ষুসী বন্যায়।
তাতে ফলে থাকা সকল সব্জী জলে পচে গেছে বলে
যোগান কমেছে, তাই দাম বাড়া, অবুঝ গিন্নি জ্বলে!
থতমত খায় কর্তারা সব বাজারে ঢুকলে 'পরে
পাঁচশোর দামে একশোই কিনে অগত্যা ফেরে ঘরে।
কথা কাটাকাটি থেকে শুরু হয় ঝগড়ার পরিবেশ!
খাবার থালায় ডিম সোয়াবিন প্রায় দিন হয় পেশ।
বাজারের ঝোলা দিদিকে ধরিয়ে ঝগড়া এড়ায় দাদা,
তাতে করে কিছু কম হয়ে যায় দাদার গোপন কাঁদা।
বাজেট মেলাতে দিদিরা ঘুরছে এপাশ থেকে ওপাশ
আগুনের আঁচ পেয়ে দিদিগুলি ফেলছে দীর্ঘশ্বাস।
কমলো অনেক বাড়ির কলহ বাজার-হাটকে নিয়ে
দাদা দিদিগুলি পরিবেশটাকে ক্রমে নিয়েছে মানিয়ে।