লম্বা বাঁচতে বোলো না গো সুধীজন
সে বাঁচাটা দগ্ধ করবে শরীর মন।
তার চেয়ে যদি বল মোমবাতি হয়ে
গলে যাও,  তবে স্বেছায় যাব ক্ষয়ে
তোমাকে ছুঁলে সে আলোর বিচ্চুরণ।


প্রেমের আগুনে কোন সে মোহিনী রয়
ভীত মানুষের মন করে নির্ভয়।
এ কোন আগুন নেভাবে সাধ্য কার
কোন সুখ পেতে সহে কন্টক বিষ-ময়
প্রেমকে বোঝার ভাষা বড় বিষ-ময়।