কথা কত শত
বলে লোকে যত
দিনরাত নানাবিধ কাজে,
কিছু কথা তার
কাজে লাগে, আর
বাকি সব শুধু আজেবাজে।


কারোর কথায়
জান জ্বলে যায়
তবু কভু থাকি চুপ মুখে,
কথা ভাবনাতে
বলি তার সাথে
নেই কেউ শুনে, কেউ রুখে।


ভীড় যদি ঘিরে
কথা হয় ধীরে
যাকে শোনাব সে কাছে থাকে,
নানাবিধ ছলে
কথা বলা চলে
'চুপ কথা', 'ফিস কথা', লাখে।


গভীরতাহীন
কথাগুলি ক্ষীণ
ধরা পরে যুক্তির তুলায়;
কথার ভিতরে
কারো কথা ঘোরে
বুঝতে চায়লে তা ঝুলায়।


বিদগ্ধ লোকে
'কথা-কীল' ঠোকে
মগজে মোদের জ্ঞান দিতে;
তখন তা 'ভুল'
বলি, ও মাশুল
গুনে চলি তার আগামিতে।


কথা হয় তেতো
শুনে, জানি, সে তো
একদিন যাব ধরা থেকে,
একথা সকল
মনে দেয় দোল
'মৃত্যু নেয় সবকে ডেকে'।