শাসন ছিল সে যুগে
তার দাপটেই,
ছাঁকনিটা রুখে নিত
ছিবড়া যেতেই।
সাদামুখো কালো আজ
দেশকে চালায়,
কয়লা ধোয়া কি যায়
আলকাতরায়?
তবু মোরা 'জনগণ'
চুপ থাকি বলে,
প্রতিবাদী হলে ভীড়ে
জান যায় চলে।
তাছাড়াও হয়রানী
পিছু নেয় শত,
যাও, লুটো যে যা পার
কে দেখছে অত?
ঘুষ নিলে সাজা হয়
আইনের ঘরে,
তবু চলে ' ঘুষ-রাজ'
গ্রামে ও শহরে।
কারা দেয় কারা নেয়
প্রহরী না জানে?
তারা কি ডিউটি করে
তুলো ভরে কানে?
চোখ দুটি জ্যোতিহীন
লোভের কারনে,
'টাকা চায় সুখ চায় '
এই শুধু মনে।
সব জানে ছোট থেকে
বড় আমলারা,
বোয়ালের গ্রাসে গেলে
লোকসহ পাড়া।
হজমের গোলমাল
হলে জানা যায়,
ঘুষটা খাদ্য নয়
ছিল সেটা দায়।