ছোট ছোট ঝুরঝুরে বালুকণার মত
নেমে আসছে নীচে-
আলোকবিন্দু;
কতকাল থেকে, পৃথিবীতে।
ঢালু পথ আগে পরিক্রমা করতো, অবাধে;
ক্রমে সে সব পথে বসল মানুষ,
ক্রমে বিশ্লিষ্ট হল তারা দলে,
পথে বাধা পেতে লাগল
সেই আলোক বলগুলি।
মানুষ বাঁধতে চায়ল সেই বলগুলিকে:
ধর্মের পোশাকে,
জাতির পোশাকে,
আঞ্চলিকতার পোশাকে,
না জানি আরো কত শত
বিভাগ উপবিভাগের ছকে।
ধীরে ধীরে স্থুল হতে থাকল
সেই বিন্দুগুলি।
তারপর?
গড়াতে, গড়াতে, গড়াতে, গড়াতে
ছুটন্ত বলগুলি পরমাত্মার পরিখায় পড়ে
মিশে গেল।
সেখানে শুধু পৌঁছাতে পারল
নিরেট, নির্ভেজাল সুক্ষ্ম সুক্ষ্ম আলোকবিন্দু;
আর কিছু নয়।