কি নামে ডাকিব তোমায়, প্রভু?
কোন আঁখিযুগল হেরিবে তোমার মুরতি?
আমার যা, তা তো তোমার দানে পুষ্ট, পুষ্ট ;
আমি কি করিব?
কি বলিব?
কিই বা ভাবিব?
সবই তো তোমার সংকেত ধ্বনি মাত্র।
তুমিই তো অযোগ্যাকে করিয়াছ যোগ্যা
অকিঞ্চিৎকে করিয়াছ মহত।
বিস্তর খেলনাসামগ্রী দিয়া গড়িয়া রাখিয়াছ মোহজালের অন্তরালে;
করিয়াছ দিকভ্রম।
তোমার ভজনের তিলমাত্র কাল দুষ্প্রাপ্য
সে বন্ধনে ।
এই নশ্বর সিঞ্চন হতে
তুলে ধর প্রভু।
যা কিছু স্থুল-
ঝরে পরুক।
যতটুকু সার,
সেই বিন্দুই করে দাও, প্রভু
গতি পাক স্বাভাবিক,
একবার ব্রহ্মাণ্ড-ভ্রমণ চরিতার্থ করি।