তুমি না থাকলে
অপেক্ষাগুলি এত মিষ্টি হত না:
তুমি না থাকলে
চামড়া-ছেঁড়া পথের জার্নি অসহ্য লাগত;
তুমি না থাকলে
বাদুর ঝোলা বাসে পচা ঘামের দুর্গন্ধ সহ্য হত না;
তুমি না থাকলে
বিরহের মাঝে প্রেমের হাবুডুবু চেনা যেত না;
তুমি না থাকলে
কষ্টগুলি বিষাক্ত দংশনে দগ্ধ হত;
তুমি না থাকলে
চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বারোতে নামত না;
তুমি না থাকলে
রাতের তারারা এতখানি ভালবাসা পেত না আমার;
তুমি না থাকলে
অনেক শরীর আমার শয্যায় উঠত;
আসলে তুমি তো দূরেই আছ,
তোমার মধ্যেকার 'তুমি' রয়ে গেছে আমার মধ্যে;
আমি শুধু বেদানার বাইরের খোসা।
ভেতরটা তোমার রঙেই রাঙা।