করছ ভীড় সুমুখ পানে,
যাবে উপাসনা ঘর,
সারিতে বাঁধা লোকের ঢল
পেতে স্বর্গীয় বর।
রসদ কত ঢালছ যেচে
বড় হোক ইমারত,
'ওদের চেয়ে আমরা বড়
আমি সেরা, ও অসত'।
গগনচুম্বী হলে কি শুধু
দয়াময় তাতে থাকে?
ক্ষুদ্র হলে কি লুকান তিনি
কেউ কি দেখেনা তাঁকে?
মানবতার চেয়ে কি বড়
ধর্ম, বর্ণ, ভাষা?
মানবে ভাল বেসে দেখো না,
দশ দিক হবে খাসা।
তাতে লাগে না তো ইমারত
আর না ভজনালয়,
সহজে মেশো, মিশাতে শেখো
পরাজয় হবে 'জয়'।
না বড় আমি, না ছোট তুমি
মিলে চল কাঁধে কাঁধ,
ভেদাভেদ থেকে দূরে গিয়ে
বাঁধি সাম্যের বাঁধ।