আজব দেশের কথা শুনে হাসি পায়,
নিয়ম নীতির মালা শূন্যে হারায়।
স্বজনপোষণ চলে আইনের ফাঁকে,
চার্জশীট থেকে নাম তাই বাদ থাকে।
কুকুরের মত মোরা ঘেউ ডাক দিলে,
ঘুমের ঘোরে তাদের চমকায় পিলে।
চোখ কচলিয়ে যবে দেখে শোরগোল,
জোর প্রতিরোধ দেখে পালটায় ভোল।
তাও সে ক্ষণিককাল, অবুঝের বুঝ,
একটু ঘুমালে ফের সড়ে পিলসুজ।
'থাকবাড়ি' দিতে দিতে পথ চলি মোরা,
বেশি বাড়াবাড়ি হলে পেটে ঢোকে ছোরা।
কখন কি কথা বলে বোঝা মুশকিল,
লাশ হলে খুশি হয় শকুনের দিল।