সম্ভাষিব ক্রোড়ে টানিব সকল আর্ত দুখী
স্তন-লালিত্যে সেরা আতিথ্যে করিব তোমায় সুখী।
মোর অঞ্চলে স্থলে ও জলে ভাতৃ আদরে মাতি
বসত কর আত্মীয় গড়, দুর্জনে কর সাথি।
আইসো দেশি আর বিদেশি যা হোক তব দেশ,
প্রণতি বাবা হিংস্র থাবা হানিও না শেষমেশ।
মিলিত বলে চল সকলে এ মোর বীথি 'পর,
পুষ্পিত বনে আগামী ক্ষণে নবীনে বাঁধিবে ঘর।
তাহার তরে তোমার ঘরে রাখিও তোমার যাহা,
তোমার পরে ভূবন ঘরে খেলিবে লইয়া তাহা।
আমার বক্ষে সকল কক্ষে সকল সোহাগ ধারা,
তৃষিত লাগি রহিছে জাগি, পূর্ণ কি তোমা ছাড়া?
সম্পদরাজি তব যা আজি রাখ তার কিছু তুলি,
আসিবে ভাই তাহারও চায়, সেসব যাবি কি ভুলি?