কিসের বর্ষ কিসের বরণ
কিসের এ হুল্লোর?
স্বল্প মেয়াদি খুশির হিড়িকে
চেঁচাও রাত্রি ভোর।
নিশ্চিত এক ভাঙন ধরাতে
দীর্ঘ মেয়াদি পোকা
অবিরাম তার বিষের কলশ
ভরছে, যাবে না রোখা।
তোমরা যখন নাচ মহরায়
সোরগোলে পড় ঢলে
আপন ছন্দে দাঙ্গাবাজেরা
নিজ কাজ করে চলে।
মাতৃভূমির বুকের বসন
রোজ রোজ লুটে যায়
হাততালি দাও স্তাবকের ন্যায়
কি নির্লজ্জতায়!
কয়জন আছে তোমাদের মাঝে
অন্তত একবার,
ন্যায় স্থাপনের জন্য ধরবে
সাহসীর তলোয়ার?
সীমানার পাড়ে কত বীর সেনা
বিনিদ্র শীতার্ত,
তবু করে চলে মায়ের পাহারা
পাশে রেখে নিজ স্বার্থ।
আয়েশে অবশে জীবন কাটাও,
ক্লান্ত তোমরা তাতে,
যেকোনো হুজুক সম্মুখে এলে
জরাও সেটার সাথে।
সন্ত্রাস আজ ছড়িয়েছে জাল
বেড়ে গেছে রাহাজানি,
ধর্ষণ হয় মা-বোন সড়কে
থাক কোথা সম্মানী?
বর্ষবরণে ক'জন মুছেছ
কয়টি চোখের জল?
আজো ফুটপাথে কত শিশু শোয়,
গায়ে ছেঁড়া কম্বল!
মাইক বাজিয়ে কানের পর্দা
ফাটিয়ে বর্ষবরণ!
শিরদাঁড়া ভাঙ্গা যুবক তোমরা
ভ্রান্ত তোমার চরণ।