দেশ-জামা আজ ফুটো
নরম হয়েছে সূতো,
ন্যায়ের জন্য বিচার পেতে
ক্ষয়ে যায় কত জুতো!
যে যার বুলি বলে
চালাকিতে নানা ছলে
নিজের আখের জড়ো হয়ে গেলে
আমাদের ফেলে কলে।
দেখে নেতাদের মুখ,
মোটেও পাই না সুখ,
দেশটা কোথায় গিয়ে ঠেকবে!
বুকে তাই ধুকপুক!
প্রতিনিধি হয়ে যারা
গদিতে বসছে, তারা
নিজেরা যাচ্ছে ফুলে ফেঁপে,
আর আমরা সর্বহারা।
দেশের কথা কে ভাবে?
কয়লা, ডিজেল, হাব-এ,
এল উস্কানি এল চুল্কানি;
কবে যে এগুলি যাবে?
লাল, নীল সব ভুলে
আসুন না পা তুলে,
ভরে তুলি এই দেশটাকে মোরা
কুঁড়ি, পাতা, তাজা ফুলে।