কি আছে পর্দার ওপারে?
জানা নেই।
কিছু পুঁথি পথ মাড়ায় হেলে দুলে
কিছু মুখের শুধু মরিয়া তোলপাড় শুনি।
ঝাপসা প্রমাণিত হয় সব উত্তর,
ক্রমে ক্রমে।
কিছু অস্থায়ী সম্পর্ক সাথে চলে,
চলতে চলতে বদল হয় সে সম্পর্কগুলি।
এক সময়,
আমার দেহটাও
সাথ ছেড়ে মিশে যায়-
মাটিতে,
বাতাসে,
বা অন্য কোথাও।
আমি চলি,
সেই একই প্রশ্ন গায়ে মেখে,
'কি আছে পর্দার ওপারে? '