রাবার বুলিয়ে মোছা যেত যদি
জীবনের কালো পাতা
নীজের হাতেই গড়িয়ে নিতাম
সুখ শান্তির খাতা।
'বিধাতার কোপ', ' ভাগ্য বিধান'
প্রমাণ হত, সে ভুল
ব্যাথার আঘাতে ভিজত না চোখ
হারাতো না কেঁদে কুল।
কি এমন এক মন ছিল তার
যার কথা আজো ভাবি!
কি এক আলাদা সম্পদ ছিল
যা ছাড়া আমি 'অভাবী'?
কত লোকজন আশেপাশে রয়
মেলামেশা চলে রোজ,
ভেতরে ভেতরে কাতর, আঁখিতে
কি আশাতে করি খোঁজ?
দু'এক তো নয়, নাই নাই করে
পাড় হল সাল কুড়ি
নিশ্চিত তাকে দেখলে বলবে
সে অসুন্দরী, বুড়ি!
তবু ঢিপঢিপ শুরু করে বুক
তার কথা মনে এলে,
আরাম মিলত কিছু কথা বলে
পথে কভু তাকে পেলে।
না হোক সে কথা পুরোনো দিনের
যা হত গোপনে মনে
চোখ থেকে চোখে কথারা ঘুরত
বসে দুজন দু'কোনে।
হোক কথা আজ সকলে যা বলে
দেখা হলে পথে ঘাটে,
শান্তির বারি ঝরবে আমার
'তুমিহীন' রুখা মাঠে।


Palam Colony
New Delhi- 45
2nd April, 2016