রাত্তিরটা আমার থাক,
তন্দ্রাছন্ন মায়ায় আর মোহের কুহকে।
একটু নীরবতা আর পাশবালিশের আরামে
বিচ্ছিন্ন হয়ে সংযোগ সংসার থেকে,
শুধু একটু স্বপ্ন দেখার জন্য।


রাত্তিরটা আমার থাক,
তুমি আর তোমার জগত থেকে অনেকটা দুরে,
মনের কনে জমে থাকা প্রেম
আর আদিম ভালবাসায়,
শুধু একটা স্বপ্ন দেখার জন্য।


রাত্তিরটা আমারই  থাক,
মৃত গল্পের জীবন কামনায়,
কোনো রূপকথায় ভেসে আসা আলোর মত,
অনেক দুরে কোনো জনশূন্য দ্বীপে
শুধু স্বপ্ন দেখার জন্য।