আমার একটা চালের ভুলে
তোমার কিস্তি মাত।
শাস্তি প্রাপ্ত হাহাকারে ঘুম
নিদ্রা বিহীন রাত।
ভুলভাল যত আবোলতাবোল
ছন্দ পতন ঘটছে,
ভালোবেসে তারা রোজ দিন জানি
আমাদের মত মরছে।
আঁতলামি আর ন্যাকামিরা যত
গিলে খেতে আসে তেড়ে,
আঙুলের ফাঁকে পালায় সময়
বয়স যাচ্ছে বেড়ে।
অলস জীবন, বেকার জীবন
কাজ কম কথা বেশি
তুমুল তর্ক কেবা অতি ভালো
রোনাল্ডো না মেশী।
বিয়ার ওয়াইন হুইস্কির গ্লাসে
আধুনিক হল বাঙালি
তুই বড় হলি বিদেশে গেলি
আর বাবা মা কে তাড়ালি।
ফ্রেঞ্চ কাট দাড়ি রাখল না যারা
তারা হল গিয়ে ব্রাত্য
দাড়ি ছাড়া কবে হল রবি বাবু
হল না সাহিত্য।
আমার স্বপ্ন ফাঁসি কাঠে ঝোলে
অসহায় দেখি মরতে
হাত ছেড়ে তবু পালাল জীবন
যতবার গেছি ধরতে।