হ্যাঁ বসন্ত এসেছে, তবে খানিকটা তোমার মতোই খামখেয়ালি,
কখনো এ ডাল ও ডাল দিনভর কিচিরমিচির,
আবার কখনো 'আপনি যে নাম্বারের সাথে যোগাযোগ করতে চাইছেন তা সাময়িক ভাবে পরিষেবা সীমার বাইরে আছে'।
ডালে ডালে রঙবেরঙের ফুল ফুটেছে, ঘাসে ঘাসে নাম না জানা অচেনা গলির
বিরাট কোহলিরা পদে পদে ছক্কা হাঁকাচ্ছে।
বাতাস বইছে, ভালোবাসার সুর বাজছে কোথাও,
কুলকুল শব্দে বরফ গলা নদী বইছে, হেসেখেলে মেঘের দল চলছে অন্য কোথাও।
এসব কিছুই তুমি, ঠিক তোমার মতই অভিমানী।
তুমি হাসলে আমার আকাশে ঝলমলে রোদ ওঠে, তোমার কান্নায় ঝরে বাদল।
আজ তবে এই ধুসর মেঘলা আকাশ কেন?
তুমি কি রাগ করেছে আমার ওপর?
হ্যাঁ ঠিক শুনেছ বসন্ত এসেছে, তোমার মতই ছেলেমানুষি তার,
কখনো রাস্তার ধারে নীল ল্যাভেন্ডার, আবার কখনো দুম করে বড়লোকের বাগানের জুলিয়েট রোজ।
মজলিশ করে পাখিরা উড়ছে এধার ওধার,
রাগ রাগিনীরা নেচে বেড়াচ্ছে ইন্দ্রের সভায়।
প্রেমিকের দল যত কবিতা লিখছে আইফেল টাওয়ারের নীচে বসে,
টেমস নদীর বুকে সূর্যাস্তের ছবি আঁকবে বলে ক্যানভাসের সামনে অপেক্ষা করছে এক তরুণ।
গোধুলির লাল আলো রঙিন করে দিচ্ছে হিটলারের দেশ, ওয়াইনের নেশার মত আমাদের প্রেম গ্রাস করছে ভিক্টর হুগোর দেশ।
বিশ্বাস কর, এসব কিছু শুধুই তুমি, আমার বিশ্বের শিরায় উপশিরায় ক্ষুদ্রাতিক্ষুদ্র জালকে, ধুলায় ধুলিকনায়।
তুমি হাসলে আমার আকাশে ভোর হয়, তোমার রাগে ভিসুভিয়াসে অগ্নুৎপাত।
তবে আজ এই স্তব্ধতা কেন?
তুমি কি রাগ করেছে আমার ওপর?
তাকিয়ে দেখ, বসন্ত এসেছে,
তুমি আসবেনা?