বাংলার লজ্জায় আজ দেখি শ্রেষ্ঠ বঙ্গবাসী
রপ্ত করছে বিদেশি ভাষা, ইংরেজিটাই বেশি।
মাতৃভাষার চর্চা ভুলে বিদেশিতে বোল তোলে
ধিক বাঙালি ইংরেজদের অত্যাচার গেলে ভুলে।
বাংলার পোষাক লাগে না বাঙালির ভালো
সুট বুট জিন্স টপে বাংলার মুখ কালো।
ইংরেজি বিনা হবে না পড়াশোনা খাঁটি
ইংরেজি ভাষাটাই যেন শিক্ষার মাপকাঠি।
বাংলাটা নাকি এ যুগে ঠিক মানায় না
ধার করা ন্যাকামিতে লাগে সেয়ানা।
রবীন্দ্র নজরুলকে আজ গেছে তারা ভুলে
ইংরেজি হিন্দি গানে হৃদয়ে ঝড় তুলে।
বাঙালির পরিচয়ে আজ বাঙালি লজ্জা পায়
থাকে না সম্মান তাদের, বললে মাতৃভাষায়।
বাংলার রস পেলো না ইংরেজি শিক্ষিত বাঙালি
বাংলা মায়ের লজ্জা, তোরা  বাংলাতে জন্মালি।