কদিন ধরেই ভরছে দেখি মোবাইলের পাতা
আজ নারীর পোষাক নিয়েই
খাটছে কতো মাথা,
কেউ বলে স্বাধীন দেশের স্বাধীন নারী
পরছে পরুক যা খুশি তাই
তোমার কিসের ব্যথা।


কেউ বা বলে পোষাকে চাই শালীনতা
অন্তরালে থাক বক্ষ বিভাজিকা
প্রকাশ হোক জ্ঞানের,
পেরিয়ে এসেছি আদিম যুগ বিবর্তনের ফলে
পরেছি বস্ত্র যবে লজ্জা জেগেছে মনে
নারী পুরুষ সকলের।


পরিবর্তন বিবর্তনের পথে আমরা বর্তমানে
পৌঁছে গেছি বিজ্ঞাপনের যুগে
প্রতিযোগিতার মাঠে,
যার যা পুঁজি তাই দিয়ে সে সাজায় দোকান
যার আছে বিদ্যা বুদ্ধি জ্ঞান
সে তাই বিকে হাটে,


যার কাছে নেই এত সম্বল, শুধু নিজে ছাড়া কিছু
তাই দিয়ে সে পসরা সাজিয়ে
প্রতিযোগিতায় নামে,
জিততে হবে লড়াইয়ের ময়দানে যেভাবেই হোক
মান ইজ্জত লজ্জা শরম
সরিয়ে রাখে বামে।


লড়তে হবে না পোষাক নিয়ে বিভাজিকার জন্য
পুরুষ হও বা নারী  রাখো শুদ্ধ চিত্ত,
হতে হবে না ক্ষিপ্ত,
মনকে করো উদার, পাশবিক প্রবৃত্তি রাখো দূরে
জীবনকে বুঝতে শেখো, খোঁজো জীবনের মানে
জ্ঞানের আলোকে হোক দৃপ্ত।


যার যা কাজ , পরিধান  প্রয়োজন মতো
পোষাকেই পাওয়া যায় পরিচয়,
সঠিক পোষাকেই  লাগে ভালো,
যদি  করো স্টাইল নকল, পরো অন্যের পোষাক,
কাজের সাথে না হয় মেচিং, হবে হাসির খোরাক
শেষে মুখ হবে কালো।


বসনের স্বল্পতায় নয়, নারীর আবরণে আভরণ
কেন দাও লজ্জা বিসর্জন
ত্যাজি আবরণে,
জগৎ সংসার রচেছেন যিনি আপনার হাতে
করেছে সুন্দর তা পুরুষ প্রকৃতি মিলে
অশুভের নিবারণে।