জীবন খাতার অঙ্ক পাতায় পাইনি সমাধান
পারিনি মেলাতে আজও জীবনের যোগফল
বুঝলাম না আমি সংসার সমীকরণ
জীবন যুদ্ধে পরাজিত , হলাম বিফল।
যতবার চেয়েছি কিছু করিবারে যোগ
হয় নাই জমা কভু জীবন খাতায়,
ছেড়ে গেছে সব একে একে, হয়েছে বিয়োগ,
হিসাবের ঘরে শেষে শূন্য থেকে যায়।
কি যে চাই,কি বা পাই ,কোথা আছে সুখ
নিশার স্বপন সম শুধু কল্পনায় ভাসি
এ জীবনে দেখিলাম আছে শুধু দুখ
বলিলো না কেউ মোরে, তোমা ভালোবাসি।
ভালোবাসাহীন এ জীবন নরকের মতো
কাটছে দিন সংসার মাঝে ,যেন আমি যন্ত্র
মূছে গেছে সব, চোখে স্বপ্ন ছিলো যতো
পাইনি খুঁজে কোথাও আমি একটু সুখের মন্ত্র।