ছুঁড়ো না শব্দ বাণ যখন খুশি যাকে
তোমার অজান্তে বিঁধবে কাহারো বুকে।
নিক্ষিপ্ত বাণ আসে না তূণীরে ফিরে
মিটে না ক্ষতের দাগ, তিরে যে-বুক চিরে


সব অস্ত্র ভোঁতা পড়ে যায় প্রয়োগে শব্দ বাণে
আবার শব্দ দিয়েই তুষ্ট করি  দেবদেবীগণে।
শব্দের মালা সুর তাল দিয়ে হয়ে ওঠে সংগীত
জানি সব, তবু আমাদের ফিরে নাকো সংবিত।


শব্দ দিয়েই গুরুজন ঢালে আশীষ ধারা
শব্দ দিয়েই প্রেমের প্রকাশ , হৃদয় শীতল পারা।
যে মুখেতে মধু ঝরে , থাকে সেই মুখেতেই বিষ
তবুও বিষ প্রয়োগেই আমারা থাকি ব্যস্ত অহর্নিশ।