আমার চোখে ঝিলিক লাগে
      তোমার রূপের আলো,
  (বিধি)  যত ছিল রূপের আভা
     সবি তোমায় দিল।
হৃদয়-দেয়ালে রাখছি ছবি
কল্পনাতে এঁকে,
দিবা-নিশি কাটছে আমার
সুখে,এ-রূপ দেখে।
হৃদে আমার জোঁয়ার জাগে
তব রূপের টানে,
যেমন চাঁদে জাগায় জোঁয়ার
সমুদ্রেরই প্রাণে।
স্বপ্নে হেরি গেহে আমার
এলে তুমি চাঁদ,
দিবালোকে এলে তোমায়
করত কে প্রতিবাদ?
ঘরে যদি না ই আসিলে
ভুবনে তো রবে,
আমার ভালবাসা বলে
তুমি আমার হবে।


-----***---------
তাং-০৮/১০/২০১৫ইং। ঢাকা।