আমি আসি বারবার –
জ্বলে পুড়ে যাওয়া  কোন এক দূর  নক্ষত্রের আলো হয়ে  –
আমি আসি দক্ষিনা বাতাস হয়ে তোর খোলা জানালায় ,
আজ আর কোন দ্বিধা নেই মনে –
সেদিন বাড়ির ছাদে আনমনা তুই ছিলি –
আমি হটাত মেঘে বৃষ্টি হলাম ,তোকে ছুঁলাম –
কেউ করেনি মানা , এমন কি তুই –ও ।
তবু একদিন , এমন আদরে তোর বড্ড নিষেধ ।
আজ আমি ধুলা ,মাটি ,জল ,বাতাস  তোর প্রেমে–
এই ভালো , বাতাস ,বৃষ্টি আলো হয়ে জড়িয়ে  তোকে সারাজীবন ।
আজ কেউ জানেনা এভাবেই তোর সাথে  আমি ,গভীর প্রেমে মশগুল –
তোর বিরহে  আমি বাতাস , আমি আলো , আমি মেঘ  বৃস্টি মাটি,
তোর চলার পথে পথে আমিই ফুল হয়ে ফুটি ,
বৃথা যায়নি এ ব্যার্থ মানব জীবন তোর প্রেমে ।